মানোন্নয়ন প্রক্রিয়া online এ সম্পন্ন হবে।
Online ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে https://ngdcraj.edu.bd গিয়ে Improvement মেনু তে ক্লিক করতে হবে। সেখানে ভর্তির নিয়মাবলীসহ কয়েকটি ধাপ পাওয়া যাবে ।
Step One : এক্ষেত্রে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং তাৎক্ষনিক মেসেজ পাওয়ার জন্য একটি মোবাইল নম্বর দিয়ে Submit করতে হবে । মোবাইলে এসএমএস এর এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে Dutch Bangla Bank Mobile Banking Rocket এর মাধ্যমে ফরম ফিলাপ/ভর্তি ফি পরিশোধ করতে হবে ।
০১. DBBL Rocket Account থেকে ডায়াল *322#Step Two : এক্ষেত্রে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং SMS এ প্রাপ্ত TxnID দিয়ে Submit করতে হবে । এক্ষেত্রে একটি আবেদন ফরম পাওয়া যাবে । ফরম এ লাল * তারকা চিহ্নিত Field গুলো অবশ্যই পূরণ করতে হবে । ফরমটি যথাযথ ভাবে পূরণ করে Save as Draft এ ক্লিক করতে হবে । কোন সংশোধন থাকলে Edit করার পর Submit এ ক্লিক করতে হবে । একবার Submit Confirm করলে কোন প্রকার সংশোধন পরিবর্তন করা যাবে না ।
Print Copy Download করার জন্য Step Three তে যেতে হবে ।
Step Three: এখানে শিক্ষার্থীদের অনার্স/ডিগ্রির এর ক্ষেত্রে রেজিস্টেশন নম্বর (অনার্স ১ম বর্ষ এর ক্ষেত্রে Admission রোল নম্বর) এবং Password এর মাধ্যমে প্রবেশ করে Submit কৃত ফরমটি Print করা যাবে।
নোটিশে উল্লেখিত কাগজপত্র অনলাইন আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ , রাজশাহীতে এসে নির্ধারিত তারিখের মধ্যে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত ) সকাল ৯ঃ৩০ মিনিট হতে দুপুর ২ঃ০০ টার মধ্যে বিভাগভিত্তিক নির্ধারিত বুথে জমা দিতে হবে ।
অধ্যক্ষ
নওহাটা সরকারি ডিগ্রি কলেজ,
রাজশাহী